শ্যুটিং সেরে রেন্ট বাইকে বাড়ি ফেরার সময়েই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)। এরপর থেকেই শহরের ট্রাফিক পরিষেবা নিয়ে বিস্তর জলঘোলা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন টলিউডের পরিচালক শিলাদিত্য মৌলিক। তিনি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও। তাঁর অভিযোগ পুলিশ কেবল মদ্যপ চালকদের থেকে ফাইন নিতে ব্যস্ত। অন্যান্য সময় বাস, অটো চালকদের কিছুই বলা হয় না।
Susmita Sen: ভারতের প্রথম বিশ্বসুন্দরী, ২৯ বছর পর আবেগে ভাসলেন সুস্মিতা
সুচন্দ্রার ছবি শেয়ার করে শিলাদিত্য লিখলেন, ‘শহরের জনবহুল রাস্তা দিয়ে প্রায়ই দেখা যায় দ্রুতগতি ট্রাক। ট্রাফিক পুলিস শুধু গভীররাতে মদ্যপ গাড়িচালকের থেকে ফাইনের টাকা নিতে ব্যস্ত। পুজো, নববর্ষ এসব সময় তাঁরা এই ব্যাপারে আরও কর্মঠ হয়ে ওঠেন। দাদা, যন্ত্রে ফুঁ দিতে অসুবিধা নেই কিন্তু নির্দোষ কয়েকটা মানুষের জীবন এক ফুঁয়েই উড়ে যাচ্ছে ওটাও একটু দেখুন।’