ছবি সই করার সময়ে চুক্তিপত্রে লেখা ছিল, ছবির প্রোমোশনে থাকতে হবে। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করেছেন অভিনেতা কৌশিক সেন। এমনই অভিযোগ 'বরফি' ছবির পরিচালক শৌভিক দে-র।
ছবির মুখ্য চরিত্রদের অন্যতম কৌশিক সেন। 'বরফি'র শুটিং শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। কিন্তু ছবির প্রোমোশনে নাকি অনুপস্থিত কৌশিক, এমনই অভিযোগ এনে সাংবাদিক বৈঠক করলেন পরিচালক।
Raj-Subhashree-Yuvaan: ছোট্ট ইউভান এবার বড়দের স্কুলে, গ্র্যাজুয়েশন সেরিমনিতে উপস্থিত রাজ-শুভশ্রী
অন্যদিকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, প্রথম সারির পরিচালকদের ছবির প্রোমোশনেও দেখা যায় না তাঁকে। পরিচালকের বক্তব্য, ছবির চুক্তি ভঙ্গ করলে তাঁর ছবির ক্ষতিই হবে।
ছবিতে কৌশিক সেন ছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়, চন্দ্রেয়ী ঘোষ, অরিত্র দত্ত বণিকের মতো অভিনেতারা রয়েছেন।