বাংলা ছবিতে তাঁর পরিচিতি তরুণ মজুমদারের ছবির জন্যই মূলত। সিনেমার সেটেই প্রেম, তারপর বিয়ে-সংসার। বলছি সন্ধ্যা রায়ের কথা। পরিচালকের প্রয়াণের খবর পেয়ে কান্না বাঁধ মানছে না সন্ধ্যা রায়ের। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেলেও দেখতে পাননি পরিচালককে।
কাজের সূত্রে বহুদিন আলাদাই থাকতেন তাঁরা। তবু মনের টান তো রয়েই যায়।তরুণ মজুমদার- সন্ধ্যা রায় জুটির জনপ্রিয় ছবি ‘ঠগিনী’, ‘ফুলেশ্বরী’, ‘পলাতক’, ‘নিমন্ত্রণ’, ‘কুহেলি’, ‘সংসার সীমান্তে’ দর্শকের মনে গেঁথে আছে আজও।
পিতৃসম পরিচালককে হারিয়ে শোকাকুল অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। 'বালিকা বধূ'র সেটে কী দুষ্টুমি করতেন, আর পরিচালক কীভাবে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন, মনে পড়ছে সবই।
Viral Video: লোহার রড দিয়ে কুকুর এবং মনিবকে ভয়ানক মার পড়শির, ভয়াবহ দৃশ্যে শিহরিত সোশ্যাল মিডিয়া
'আলো', 'চাঁদের বাড়ি', 'ভালবাসার বাড়ি'তে তরুণ মজুমদারের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কড়া আথচ মায়াময় এক অভিভাবক-শিক্ষককে হারিয়ে মুষড়ে পড়েছেন অভিনেত্রী।