বর্ষীয়ান অভিনেত্রী সোনালী চক্রবর্তীর প্রয়াণে শোকের আবহ টালিগঞ্জে। সোমবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই যকৃতের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক হাসপাতালে।
গাঁটছড়া ধারাবাহিকে খড়ির জেঠিমার চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেত্রীকে। সকাল সকাল জেঠিমার প্রয়াণের খবরে মন খারাপ সোলাঙ্কির। খড়ি, ওরফে সোলাঙ্কি জানতেন সোনালী দি অসুস্থ, তবু বিশ্বাস ছিল দিদি ঠিক সুস্থ হয়ে উঠবেন। সোলাঙ্কি আরও জানিয়েছেন অভিনেত্রীর উপস্থিতি গাঁটছড়ার মেক আপ রুমের আমেজটাই বদলে দিত। সেটে মজাও করতেন, আবার কারোর দরকারে ঝাঁপিয়ে পড়তেন।
অভিনেত্রীর প্রয়াণের খবরে সোশ্যাল মিডিয়ায় শোক বিহ্বল সুদীপ্তা চক্রবর্তী। অভিনয় জীবনের শুরু থেকেই সোনালীর সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন। অসুস্থ সোনালীকে নয়, অভিনেত্রীর প্রাণবন্ত ছবিটাই মনে রাখতে চান তিনি।
Sonali Chakraborty death: টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী
অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও প্রয়াত অভিনেত্রীর ছবি পোস্ট করেছেন সকাল সকাল।