৯২ বছর বয়সে প্রয়াত হলেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। সদ্য প্রয়াত পরিচালকের সঙ্গে পথভোলা, আপন আমার আপন ছবিতে কাজ করেছিলেন বাংলা ছবির 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরিচালকের প্রয়াণের খবর পেয়েছেন তিনি। পরিচালক প্রসঙ্গে প্রসেনজিতের মতে, তাঁর 'তনু জেঠ্যু' বাংলা ছবির স্তম্ভ, তাঁর কাজ থেকে যাবে।
তরুণ মজুমদারের 'চাঁদের বাড়ি' ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। 'বাংলা ছবির স্বর্ণযুগের সকলেই চলে গেলেন', আক্ষেপের সুর অভিনেতার গলায়।
Tarun Majumder obituary: রসায়নের ছাত্র তরুণ, বাংলা ছবিতে তৈরি করেছিলেন গল্প বলার নয়া কেমিস্ট্রি
এদিন প্রবীণ পরিচালকের প্রয়াণ সংবাদ শুনে বিশ্বাসই হচ্ছিল না পরিচালক গৌতম ঘোষের। "অত্যন্ত নিয়মানুবর্তিতার সঙ্গে কাজ করতেন, বিভিন্ন স্বাদের ছবি বানাতেন। জুনিয়রদেরও শ্রদ্ধা করতেন তরুণ মজুমদার", বলেন গৌতম ঘোষ।