দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের (Dev Entertainment ventures) পরবর্তী ছবি 'কিশমিশ' (Kishmish trailer release) মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। কিন্তু 'কবে আসছে ট্রেলার'? ভক্তদের এই প্রশ্নের জবাব বৃহস্পতিবার নিজেই দিয়ে দিলেন ছবির নায়ক তথা প্রযোজক দেব (Dev)। এক অভিনব ভিডিয়োর মাধ্যমে।
আরও পড়ুন: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে আততায়ীর স্কেচ আঁকাল পুলিশ
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ট্রেলার মুক্তির তারিখ কবে তা জানতে নিজেই নিজের অফিসে এসেছেন দেব। সেখানে এসে দেখছেন, দায়িত্বে থাকা প্রতিটি মানুষই 'ল্যাদ' খেয়ে গিয়েছেন! তার ফলে দেব-এর কাছে তাঁদের ছদ্ম ধমকও খেতে হয়। তারপরই আসে সেই মুহূর্ত। স্ক্রিনে ফুটে ওঠে 'কিশমিশ'-এর (Kishmish) চরিত্র টিনটিনের ছবি। যার ভূমিকায় অভিনয় করছেন দেব (Dev) স্বয়ং। সে বলছে, দেব'দা আর একটু কাজ বাকি আছে আমাদের। ২১ মার্চ আসছে ছবির ট্রেলার।
রাহুল মুখোপাধ্যায় পরিচালিত 'কিশমিশ'-এ দেব (Dev) এবং রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ।