আপামর বিশ্বই যখন ফুটবল জ্বরে আক্রান্ত, টলিপাড়াই বা বাদ থাকে কেন? রবিবার রাতে অন্য কোনও প্ল্যানই রাখছেন না টলিউডের অধিকাংশ তারকা। আর্জেন্টিনা, না ফ্রান্স, কোন দল ভারী হচ্ছে, জানা যাক।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজন্ম আর্জেন্টিনা অনুরাগী। রবিরার সন্ধ্যায় নীল সাদা জার্সি গায়ে বন্ধুদের সঙ্গেই খেলা দেখবেন বলে কোনও কাজ রাখেননি। টেনশনে নাকি এক দিন আগে থেকেই ঘুম উড়েছে।
টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল-তৃণা দুজনেই চান বিশ্বকাপ আসুক মেসির দেশেই। নীল বন্ধুদের সঙ্গে ফাইনাল দেখবেন। তৃণার শো থাকায় ফোনে ম্যাচ দেখেই দুখের স্বাদ ঘোলে মেটাতে হবে।
অভিনেতা সাহেব ভট্টাচার্যের রক্তেই ফুটবল। বাবা-জামাইবাবু সবাই খেলোয়াড়। সাহেব জানালেন সুনীল ছেত্রীর মতো তিনিও আর্জেন্টিনার সমর্থক।
ইশা সাহাও নাকি চোখ বন্ধ করে মেসির দলের সমর্থক। রিবিবার শুটিং সেরে সোজা বাড়ি ফেরার ইচ্ছে রয়েছে ইশার।
খেলা দেখার জন্য খুবই আগ্রহী ঊষসী চক্রবর্তীও। যদিও তিনি ব্রাজিলের ভক্ত, তবু ফাইনালে মেসির দল জিতলেই খুশি হবেন অভিনেত্রী।
সৌরভ দাস সদ্য নিজের ক্যাফে খুলেছেন। তাই রবিবার সন্ধ্যটা বন্ধু-বান্ধবের সঙ্গে সল্টলেকের ক্যাফেতেই থাকছেন মেসির ভক্ত সৌরভ।