টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়। খুব শিগগির নাকি চার হাত এক হতে চলেছে দুজনের।
নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই রাখ ঢাক করেননি বনি-কৌশানী। সোশ্যাল মিডিয়া থেকে নানা পার্টি, ইভেন্ট, সবেতেই একসঙ্গে দেখা যায় দুজনকে। বছর খানেক আগে একবার দুজনের মধ্যে সামান্য মনোমালিন্য হয়, বিচ্ছেদ নিয়েও জল্পনা বাড়ে। তবে সে সবে জল ঢেলে গত বছর কৌশানীর জন্মদিনে ঘটা করে উদযাপন করলেন বনি। আর এবার মেয়ের জন্মদিনে বাবাই জানিয়েছেন, নিজেদের সম্পর্ককে পরিণতি দিতে সমান আগ্রহী দুজনেই। ২০২৪ এর শুরুতেই বিয়েটা করে ফেলতে চান ওরা।
বাবার কথায় কিছুটা অস্বস্তিতে পড়লেও অস্বিকার করেননি কৌশানী।
অফস্ক্রিন রসায়ন তো জমে ক্ষীর, অনস্ক্রিনেও একের পর এক ছবিতে পর পর জুটি বাঁধতে দেখা যাচ্ছে টালিগঞ্জের দুই লাভ বার্ডকে।