মঞ্চ না রূপোলী পর্দা? এই দ্বন্দ্বের মুখোমুখি হতে হয় অনেক অভিনয়শিল্পীকেই। বাংলা থিয়েটার থেকে এসে রূপোলী পর্দা মাতিয়ে দিয়েছে অনেকেই৷ এখনও একঝাঁক দুর্দান্ত মঞ্চাভিনেতা মাতিয়ে দিচ্ছেন টলিউড। আছেন এমন অনেকে, যাঁরা একইসঙ্গে অভিনয় করেন বাংলা থিয়েটার এবং চলচ্চিত্রে।
Nusrat Jahan-Mimi Chakraborty: তারকা প্রচারকদের নাম কমিশনকে পাঠাল তৃণমূল, নাম নেই মিমি, নুসরতের
অনির্বাণ চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্যের কথাই ধরা যাক। একজন বড় পর্দা এবং ওটিটির জনপ্রিয় 'একেনবাবু', তিনিই আবার মঞ্চে মহাত্মা গান্ধীর চরিত্রে। অনির্বাণ ভট্টাচার্যকে বাংলা থিয়েটারের দর্শক দেখে আসছেন তাঁর মিনার্ভা রেপার্টারির দিনগুলি থেকে৷ এখনও তিতুমীরের মতো বিভিন্ন নাটকে তাঁর অভিনয় দেখতে হলভর্তি হয়ে যায়। নাট্য পরিচালক, অভিনেতা কৌশিক সেন যেমন অসংখ্য জনপ্রিয় নাটকের স্রষ্টা, তেমনই নিয়মিত অভিনয় করেন বড় পর্দায়। তাঁর ছেলে ঋদ্ধি সেনও তাই৷
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর বিনোদিনী অপেরা হালে খুবই প্রসংশিত হয়েছে, অভিনেত্রী দেবলীনা দত্তও নিয়মিত, ছোটপর্দার পাশাপাশি সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় অভিনয় করেন মেফিস্টোতে। তালিকায় রয়েছেন আরও একঝাঁক অভিনেতা অভিনেত্রী।