জন্মসূত্রে অবাঙালি, অথচ একটা সময়ে বাংলা ছবির সমার্থক হয়ে ওঠা হিরোর নাম জিত (Actor jeet)। সৌম্যদর্শন চেহারা। গায়ের রং ফরসা। অবাঙালি, কিন্তু ভাল বাংলা জানতেন। প্রথম ছবি ‘সাথী’ বক্স অফিসে সুপারহিট। কালীঘাটে বড় হওয়া জিতু মদনানীকে বাংলা ইন্ডাস্ট্রি চিনল জিত নামে। বাকিটা ইতিহাস। ৩০ নভেম্বর বুধবার জিতের ৫২তম জন্মদিন।
এ বছরেই টলিপাড়ায় দু'দশক পূর্ণ করলেন টলিউডের ‘বস’ (Boss)।
শুরু থেকে জিতের সফরটা কিন্তু সহজ ছিল না। অবাঙালি হয়ে বাঙালি শাসিত ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়াটা রীতিমতো একটা চ্যালেঞ্জ ছিল। ইন্ডাস্ট্রিতে জিতের প্রথম ছবি হরনাথ চক্রবর্তীর পরিচালনায়। এক টানা ২৫ সপ্তাহ হাউসফুল শো! এর পর ‘চ্যাম্পিয়ন’, ‘নাটের গুরু’, ‘সঙ্গী’ হয়ে ‘বন্ধন’ ও ‘শুভদৃষ্টি’— পর পর হিট ছবি। ‘ওয়ান্টেড’ ছবিতে পাশের বাড়ির মিষ্টি ছেলের ‘স্টিরিওটাইপ’ থেকে বেরিয়ে অ্যাকশন হিরো হিসেবে ধরা দিলেন।
Nabab-Nandini: ঝগড়া, মান অভিমান ভুলে নন্দিনীকে প্রেমের প্রস্তাব? কী বলছে ধারাবাহিকের নতুন প্রোমো?
বিগত এক দশকে বেশ অনেকটা বদলেছে বাংলা ছবির ধারা, কিন্তু এখনও লার্জার দ্যান লাইফ চরিত্রেই অভিনয় করতেই পছন্দ করেন জিত, জানেন ওটা তাঁকেই মানায়।