একফ্রেমে মিমি-শুভশ্রী! শুভশ্রীর কোলে আবার ছোট্ট ইউভানও। পুরনো তিক্ততা ভুলে দুজন একসঙ্গে পোজ দিচ্ছেন ক্যামেরার। কোথায় ঘটল এমন ঘটনা? জগদ্ধাত্রী পুজোর উদযাপনে। টলিপাড়ার পরিচালক অরিন্দম শীলের পারিবারিক পুজোতেই এসেছিলেন টলিউডের একগুচ্ছ তারকারা।
শীল বাটির ১৮৯ বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো। হালে সে পুজো এসেছে বিলাসবহুল বহুতল আরবানায়। সেখানেই খুব ধূমধাম করে পুজোর আয়োজন করলেন অরিন্দম শিল এবং তাঁর স্ত্রী। টলিউডের বহু তারকার সমাগম হয়েছে পুজোর ক'টা দিন। রাজ-শুভশ্রী-মিমি ছাড়াও উদযাপনে দেখা গিয়েছে শ্রাবন্তী, তনুশ্রী-পাওলি দাম-ঈশা সাহাদের।
অরিন্দম শীলের পরিচালনায় খুব শিগগির মুক্তি পাচ্ছেি 'খেলা যখন' এক যুগ আগের টেলিভিশনের জনপ্রিয় জুটি গোরা-পুপের জুটিই আবার ফিরছে পর্দায়।