মঙ্গলবার সন্ধেতে অকাল শোক নেমে এল গোটা বিশ্বের সঙ্গীত জগতে। প্রয়াত উস্তাদ রশিদ খান। তিনি নেই, আর তাঁর বিকল্পও নেই, একথা মানতেই যন্ত্রণা ঘিরে ধরছে সঙ্গীতপ্রেমীদের। তাঁর কন্ঠে শাস্ত্রীয় সঙ্গীত শুনলে জুড়িয়ে যেত কান, বুজে আসত চোখ। উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম উস্তাদের, তবুও যেন রবীন্দ্র সঙ্গীত তাঁর কণ্ঠে অন্য মাত্রা পেত। আজ এই নিঃস্ব হওয়ার দিনে, ফিরে ফিরে আসছে উস্তাদের গাওয়া এই ৫ রবীন্দ্র সঙ্গীত।
Rashid Khan: রবীন্দ্র সদনে শায়িত থাকবে দেহ, বুধবার উস্তাদের শেষকৃত্য, জানালেন মুখ্যমন্ত্রী
রাগ, বোলের ঝঙ্কারে তাঁর কণ্ঠের ধ্রুপদী রবি গান বাঙালির কানে লেগে থাকবে আজীবন। ঋতুপর্ণের ‘দ্য লাস্ট লিয়ার’ ছবিতে অমিতাভ যখন মৃত্যুপথযাত্রী , রশিদ গাইছেন ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার…’ ,কিংবা নচিকেতার সঙ্গে যুগ্ম ভাবে 'ঝড় ঝড় বরিষে বারিধারা' ‘বৈঠকি রবি’ নামের একটি আলব্যামে রশিদ গেয়েছিলেন, ‘তব প্রেম সুধা রসে’, এছাড়াও তাঁর কণ্ঠে ‘কে বসিলে আজি’, ‘রাখো রাখো রে’ গান গুলি অনন্য। রাগ, ঠাঁট, তালে বেঁধে এমন রবিগান আর কেউ কখনও গাইবেন কীনা, তা নিয়েই রয়ে গেল সংশয়।