বাংলা ধারাবাহিকে তাঁর লেখা চিত্রনাট্য মানেই TRP তালিকায় প্রথম ৫ এ থাকবেই থাকবে। কথা হচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তাঁর ধারালো কলমের জোরে, সন্ধে হলেই একেরপর এক ধারাবাহিক গোগ্রাসে উপভোগ করেন বাঙালিরা। কিন্তু তাঁর লেখার ধার, এবার পেড়িয়ে গেল বাংলার গন্ডি। বরং সারা দেশেও তাঁর লেখা ধারাবাহিক একই ভাবে জনপ্রিয়।
Sentimental-Madan Mitra: নায়িকার দজ্জাল বাবা থেকে পুলিশ কমিশনার; মুক্তি পেল মদন মিত্রের দ্বিতীয় ছবি
এই সপ্তাহের TRP তালিকায়, প্রথম ৫ টি হিন্দি ধারাবাহিকের লেখিকাই লীনা গঙ্গোপাধ্যায়। প্রথমেই রয়েছে ‘অন্নপূর্ণা’, যা একসময়ের বিখ্যাত ধারাবাহিক ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক। প্রাপ্ত রেটিং ২.৮। দ্বিতীয় স্থানে, ‘গাম হ্যায় কিসিকি প্যায়ার ম্যাঁয়’, ‘ইয়ে রিশতা কেয়া কহলতা হ্যায়’ গত কয়েক বছর ধরেই দর্শকদের পছন্দের। এই ধারাবাহিক উঠে এসেছে তৃতীয় স্থানে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইমলি এবং ঝনক। প্রথম এই ৫টি ধারাবাহিকে তৈরি লীনার কলমে।