টলিপাড়ায় ভরপুর বিয়ের মরসুম , একের পর এক সুন্দরীরা বসছেন বিয়ের পিঁড়িতে। এবছরই আইবুড়ো নাম ঘুচতে চলেছে টলি সুন্দরী দর্শনা বণিকের (Darshana Banik)। টলিউডের মন্টু পাইলট থুড়ি সৌরভ দাসের সঙ্গেই সাত পাক ঘুরবেন অভিনেত্রী। বিয়ের বাকি আর মাত্র কটা দিন। এখন চলছে জমিয়ে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। বন্ধুর বাড়িতে, মামার বাড়িতে আইবুড়ো খাওয়ার পর দর্শনকে আইবুড়ো ভাত খাওয়ালো ‘সন্তু’, এই সন্তু কিন্তু আবার সোশ্যাল মিডিয়া সেনসেশনও বটে। চারপেয়ে এই সারমেয়-র ফ্যান ফলোয়ার্স নেহাৎ কম নয়। তাঁর অনেকদিন ধরেই বেজায় পছন্দের দর্শনা দিদি।
KIFF 2023: নন্দনের ভিড় ঠেলে টিকিট জোগাড় এক ঝক্কির কাজ, শহরের মাল্টিপ্লেক্সেই ফ্রিতে দেখুন KIFF, কীভাবে?
দর্শনা দিদির বিয়ে বলে কথা! আইবুড়ো ভাত না খাওয়ালে চলে ! তাই সন্তু দর্শনা দিদিকে খাইয়েছে আইবুড়ো ভাত। শুধু তাই নয়, সে নাকি নিজের পায়ে হেঁটে গিয়ে বাজারও করেছে।শুধু তাই নয় মাথার ঘাম লেজে ফেলেই নাকি সে এসব রান্না করেছে। দর্শনার বিয়ের নিতকনেও কিন্তু ইনিই।