নিভে গেছে টলিউডের 'প্রদীপ' (Pradip Mukherjee Passes Away) । সোমবার সকাল সকাল দুসংবাদ । সত্যজিতের 'সোমনাথ'-কে আর ধরে রাখা গেল না । সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে । মন খারাপ নেটিজেনদের । শ্রদ্ধা জানাচ্ছে টলিউড (Tollywood) । বাংলা সিনেমাজগতে তাঁর অবদান ভোলার নয় । সত্যজিৎ, ঋত্বিক ঘটক,অপর্ণা সেন থেকে শুরু করে টলিউডের একদম হালফিলের পরিচালক ইন্দ্রাশিস দাশগুপ্তের সঙ্গেও তিনি কাজ করেছেন । তবে, মানুষের মনে সবথেকে বেশি দাগ কেটে যায় 'জন অরণ্য'-এর 'সোমনাথ'।
কলেজ জীবন থেকে নাটক করতেন প্রদীপবাবু (Pradip Mukherjee's Filmography) । তাঁর সিনেমার কেরিয়ার শুরু সত্যজিতের হাত ধরেই । নাটকের মঞ্চে দেখেই সত্যজিত তাঁর 'সোমনাথ'- এর চরিত্রের জন্য বেছে ফেলেন প্রদীপ মুখোপাধ্যায়কে । ১৯৭৬ সালে মুক্তি পায় সিনেমা । এই ছবির জন্যই ফিল্ম ফেয়ার (পূর্ব) সম্মান পান প্রদীপ মুখোপাধ্যায় । তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে । বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে রাজ চক্রবর্তীর ছবিতেও অভিনয় করেছেন । তাঁর অভিনীত ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষত্তোম’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’,'দূরত্ব' ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, 'উৎসব' 'গয়নার বাক্স'-এর মতো বহু ভাল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের ।
আরও পড়ুন, Actor Pradip Mukherjee Passes Away: প্রদীপ নিভল, বাংলা বিনোদন জগতে শোক-স্মৃতি রোমন্থন
শরীর সেভাবে ভাল যাচ্ছিল না । তবে তার মধ্যেও কাজ করছিলেন । পরিচালক নির্মল চক্রবর্তীর ছবি ‘দত্তা’র শুটিং করছিলেন অভিনেতা । কিন্তু, দু’দিন শুটিং করার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি । শেষ কাজ আর শেষ করা হল না তাঁর ।