তিনি চলে গিয়েছেন প্রায় বছর তিনেক আগে। কিন্তু তিনি রয়ে গিয়েছেন সেলুলয়েডের পর্দায়। তাঁর ছবি আজও গর্বিত করে বাঙালিকে। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। তাঁর জীবনের শেষ অভিনীত ছবি 'দ্য হোলি কন্সপিরেসি' (A holy conspiracy)। তাঁর মৃত্যুর তিন বছর পর বিদেশের মাটিতে পুরস্কৃত হল এই ছবি। ফ্রান্সের অন্যতম আলোচিত চলচ্চিত্র উৎসব 'গঁজ সুর মেইন ফিল্ম ফেস্টিভ্যাল'-এ পুরস্কৃত হয়েছে এই ছবি।
জেরোম লরেন্স ও রবার্ট ই লি-র বিখ্যাত নাটক ‘ইনহেরিট দ্য উইন্ড ‘অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। সৌমিত্র ছাড়া এই ছবিতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ। ছবিতে দুই দুঁদে উকিলের ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহকে।
আরও পড়ুন - টলিপাড়ায় নতুন গোয়েন্দা, প্রকাশ্যে বাদামি হায়নার প্রথম ঝলক
এছাড়াও রয়েছেন কৌশিক সেন, শুভ্রজিৎ দত্ত, বিপ্লব দাশগুপ্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শ্রমণ চট্টোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, বাংলাদেশের পার্থ প্রতিম মজুমদার, প্রদীপ রায় ।