রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, বাংলাদেশের নুসরত ফারিয়া অভিনীত 'বিবাহ অভিযান' মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। রোমান্স কমেডি এই ছবি মন কেড়েছিল দর্শকদের। এবার আসছে এই ছবির সিক্যুয়েল। ঘোষণা আগেই করেছিলেন নির্মাতারা। জানিয়েছিলেন, এবার আসছে ‘আবার বিবাহ অভিযান’। তবে এবার আর বিরসা নয় এই ছবির পরিচালক সৌমিক হালদার। মার্চেই মুক্তি পাবে ছবি, জানিয়ে দিল প্রযোজনা সংস্থা SVF।
এবারেও ছবির চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল ঘোষ। প্রথমটির মতো এই ছবিতেও থাকবে ভরপুর কমেডি। কলকাতার পাশাপাশি এই ছবির শ্যুটিং হয়েছে থাইল্যান্ডেও। পরিচালক হিসেবে এটিই প্রথম ছবি সৌমিক হালদারের। এর আগে একাধিক ছবি DOP ছিলেন সৌমিক।