প্রায় এক সপ্তাহ হতে চলল টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) আর আমাদের মধ্যে নেই । সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে এখন শুধুই তাঁর বিভিন্ন সিনেমার ক্লিপিংস, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মুহূর্ত । আবার তাঁকে নিয়ে নানা খবর ছড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় । সম্প্রতি খবর ছড়ায়, অভিষেকের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয় । তাঁর অবর্তমানে তাঁর প্রাক্তন সহকর্মীরা অভিনেতার পরিবারকে আর্থিক সাহায্য করছেন । কিন্তু, এই খবর ভুয়ো । এমনই জানিয়েছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanyukta Chatterjee) ।
অভিষেকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি আবেগঘন পোস্ট করেছেন তাঁর স্ত্রী । পোস্টে অভিষেককে নিয়ে অনেক কথাই লিখেছেন তিনি । পোস্টের শুরুতেই তাঁর অনুরোধ, এই কঠিন সময় থেকে বেরোতে মেয়ে সায়না ও তাঁর কিছুটা সময় লাগবে । সেই সময়টুকু চেয়ে নিয়েছেন তিনি । এরপরই তাঁর লেখায় উঠে আসে ভুয়ো খবরের প্রসঙ্গ । তিনি জানান, অভিষেকের কাছে তাঁর পরিবারই ছিল সব । তাই পরিবারকে জলে ফেলে দিয়ে যাননি তিনি । পরিবারের সবাই যাতে ভাল থাকে, তাঁর অবর্তমানে যাতে তাঁদের কোনওরকম আর্থিক অসুবিধা না হয়, তার সবরকম ব্যবস্থা করে গিয়েছেন । অভিষেক বেঁচে থাকতে কখনও কোনওদিন আর্থিক সাহায্য চাননি । তাই তাঁর আদর্শকে শ্রদ্ধা করা উচিৎ । এই পোস্টেই সংযুক্তা উল্লেখ করেন, তিনি নিজেও কর্মরতা ।
আরও পড়ুন, Yash-Nusrat: নুসরতকে ট্রলিতে বসিয়ে কোথায় চললেন যশ?
সংযুক্তা জানান, অভিষেক চলে যাওয়ার পর তাঁদের আর্থিক সাহায্য করার বিষয়ে কয়েকটি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে তা মিথ্যে । সংযুক্তা স্পষ্ট জানিয়েছেন, কেউ তাঁদের আর্থিক সাহায্য করেননি । তাঁদের কারও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই । কোনও প্রাক্তন সহ-কর্মী সাহায্যের প্রস্তাব নিয়েও আসেননি । সবটাই ভুল । এই ধরনের খবরে অভিষেকের আত্মা কষ্ট পাবে বলেও তাঁর পোস্টে উল্লেখ করেন ।
সংযুক্তার অনুরোধ, প্রত্যেকে যেন অভিষেকের আদর্শকে, তাঁর নীতিকে শ্রদ্ধা জানায় এবং তাঁকে একজন ভাল মানুষ হিসাবে মনে রাখে । এই দুঃসময়ে সবাই তাঁদের পাশে ছিলেন । আর তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্তা ।