ব্যোমকেশ, ফেলুদা, সোনাদার পর আরও এক নতুন গোয়েন্দা টলিপাড়ায়। যার নাম দীপক চট্টোপাধ্যায়। সৌজন্যে এই তিন গোয়েন্দা চরিত্রের অতিপরিচিত মুখ অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালিত এই ছবির মোশন পোস্টার আগেই মুক্তি পেয়েছিল। এবার মুক্তি পেল এই ছবির টিজার। ছবির নাম বাদামি হায়নার কবলে (Badami Haynar Kobole Teaser)।
বাংলার হারিয়ে যাওয়া এক গোয়েন্দা দীপক চ্যাটার্জি। এই চরিত্রের সৃষ্টিকর্তা লেখক শ্রীস্বপনকুমার। লেখকের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, লম্বা কোট, মাথায় টুপি, দুই হাতে দুই বন্দুক আবার টর্চ হাতে আবীর।
আরও পড়ুন - কপ ইউনিভার্সে এবার দীপিকা পাড়ুকোন, 'সিংঘম এগেইন'-এ তাঁর লুক প্রকাশ্যে
নতুন এই গোয়েন্দা ফুলে ফুকে ঢোলে ঢোলে গানের সুরে গুলি চালিয়ে গুন্ডাদের শায়েস্তা করে। এই লুকের জন্য অবশ্য তাঁকে রীতিমতো গালমন্দও করতে শোনা যায় পরাণ বন্দ্যোপাধ্যায়কে। টুকরো কিছু মারপিট এর মজাদার সংলাপে ঠাসা এই টিজার মুক্তি পেলেও ছবি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।