দুবরাজদিঘি হাইস্কুলে স্যানিটাইজারের টানেল বসানোকে কেন্দ্র করে হেনস্থার শিকার শুভশ্রীর মাসি অনিতা গাটকারি। বর্ধমানে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে এক তৃণমূল কাউন্সিলর সহ বেশ কিছু কর্মীদের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর সহ চারজন সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন।
Satyam Bhattacharya Wedding: বল্লভপুরের রাজামশাইয়ের জানুয়ারিতেই বিয়ে, পাত্রীটি কে জানেন?
ঘটনার সূত্রপাত, ২০২১ সালের ১৫ নভেম্বর সকালে প্রধানশিক্ষকের অনুমতি নিয়ে দুবরাজদিঘি স্কুলে স্যানিটাইজারের মেশিন বসাতে গিয়েছিলেন শুভশ্রীর মাসি, মা সহ সহ কয়েক জন। সেই সময় তাঁদের কাজে বাধা দেন প্রাক্তন কাউন্সিলর শেখ মহম্মদ আলি, বর্তমান কাউন্সিলর শেখ নুরুল আলম ওরফে সাহেব, মহম্মদ সামিম ও সৈয়দ আমিরুল হক। এরপর এই চারজনকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট পেশ করেছিল পুলিশ। অবশেষে, নিজেরাই ধরা দিলেন অভিযুক্তরা।