আগামী ৮ ই মার্চ নারী দিবসে হইচই-তে মুক্তি পেতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'। সিরিজের ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বারংবার প্রশংসা কুড়িয়েছে শুভশ্রীর অভিনয়। এবার আনন্দবাজার অনলাইনে তাঁর আগামী পরিকল্পনা, কাজ সব নিয়েই মুখ খুললেন পর্দার 'ইন্দুবালা'।
শুভশ্রী জানান, শিল্পী হিসেবে তাঁকে তৃপ্তি দিয়েছে 'ইন্দুবালা'। বৃদ্ধা ইন্দুবালার মেকআপে মাকে দেখে ছেলে ইউভানের প্রতিক্রিয়া শেয়ার করে শুভশ্রী জানান, 'লুক সেট করে আমি প্রথম ভিডিয়ো কল করি ইউভানকে। দু’সেকেন্ডও সময় নেয়নি। আর এখন তো সিরিজ়ের ট্রেলারও দেখে ফেলেছে। বলে, ‘মাম্মাজি আগে দুর্গা সাজিলি, এখন ঠাম্মা সাজিলি’।
তিনি বাদে অন্য কোন অভিনেত্রীকে ইন্দুবালার চরিত্রে মানাতো, এর উত্তরে শুভশ্রীর সাফ জবাব, 'ইন্দুবালা শুধু আমিই, নিজেকে ছাড়া এই চরিত্রে আমি আর অন্য কোনও অভিনেত্রীকেই ভাবতে পারছি না এই মুহূর্তে। ' পাশাপাশি 'কবীর সিং' এর মতো রগরগে প্রেমের ছবিতেও অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন শুভশ্রী।