সম্পর্কের ওঠাপড়া কাটিয়ে ফের কাছাকাছি আভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) এবং টেলি অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee)। টলিপাড়ায় জোর গুঞ্জন, 'আলো ছায়া' সিরিয়ালের পর ফের এক সিরিয়ালে দেখা যাবে তাঁদের। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক 'জল থই থই ভালবাসা'।
'লক্ষ্মী কাকিমা'র পর ফের এই ধারাবাহিকের মাধ্যমেই আবার ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য। তাঁর বিপরীতে রয়েছেন চন্দন সেন। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে অপরাজিতা এবং চন্দনের ছোট ছেলের চরিত্রে অভিনয় করছেন অর্ণব।
আরও পড়ুন - ব্যোমকেশ দর্শনে আরও এক ব্যোমকেশ, পরিচালকের জন্মদিনে 'দুর্গ রহস্যের' নয়া চমক
তবে তাঁর বিপরীতেই কী ইপ্সিতাকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ধারাবাহিক 'জল থই থই ভালবাসা' ধারাবাহিকে অভিনয় করছেন বটে কিন্তু অর্ণবের বিপরীতে নয়। অর্ণবের দাদার চরিত্রে অভিনয় করছেন দেবোত্তম মজুমদার তাঁর বিপরিতেই অভিনয় করবেন ইপ্সিতা।