অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ব্রেন স্ট্রোকের খবর পেয়ে মনখারাপ সহ অভিনেতা জয় মুখোপাধ্যায়ের। ২০২১ সালে 'জিওন কাঠি' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন জয় ও ঐন্দ্রিলা। শুটিং চলাকালীন মারধরের অভিযোগ আনেন ঐন্দ্রিলা। থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল। কিন্তু সেসব অতীত। এই সময় ওই খারাপ অধ্যায়ের কথা মাথায় রাখতে চান না তিনি।
আনন্দবাজার অনলাইনকে অভিনেতা জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরনো কথা মনে রাখতে চান না তিনি। খবরটা শোনার পর থেকেই তাঁর অনুতাপ হচ্ছে। হাসপাতালে যেতে না পারলেও তিনি ঐন্দ্রিলার সুস্থতার জন্য প্রার্থনা করবেন। ধারাবাহিকের সময় তাঁদের মধ্যে সমস্যার কথাও জানান অভিনেতা। জয় জানান, ১০০ পর্বের শুটিং হয়েছিল। একদিনের ঘটনায় সব এলোমেলো হয়ে যায়। জয় চান, ঐন্দ্রিলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
প্রসঙ্গত গত বছর, 'জিওন কাঠি' ধারাবাহিক শুটিংয়ের সময় জয় ও ঐন্দ্রিলার মধ্যে তুমুল ঝামেলা হয়। শট দেওয়ার সময় ফোনে কথা বলছিলেন ঐন্দ্রিলা। সেই নিয়ে তর্ক শুরু হয়। যা নাকি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। সেই অতীত ভুলে গিয়েছেন জয়। ঐন্দ্রিলা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরেন, এখন তারই প্রার্থনা করছেন জয়।