ফের দাম্পত্য জীবনে ফিরলেন রাহুল ও প্রিয়াঙ্কা (Rahul and Priyanka)। ২০১৮ সাল থেকে তাঁদের বিচ্ছেদের মামলা চলছিল। শনিবার আইনি জটিলতা সরিয়ে আরও একবার একসঙ্গে থাকার শপথ দুই তারকার। বিরোধী মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষই।
শনিবার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আলিপুর-এ আসেন রাহুল ও প্রিয়াঙ্কা। আদালতের সিলমোহরে ফের নতুন করে ঘর বাঁধলেন এই তারকা দম্পতি। ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে সরিয়ে এক ছাদের তলায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চান রাহুল।
আরও পড়ুন: দিওয়ালিতে আসছে 'টাইগার থ্রি', প্রকাশ্যে ACTION- এ ভরপুর ভাইজানের ছবির পোস্টার
২০১৮ সাল থেকে তাঁদের এই মামলা শুরু হয়। মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে শুনানি ছিল। আদালতে কেউ হাজিরা দেননি। এরপরই মামলার শুনানি ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইয়ে।