দেশজুড়ে 'পাঠান ঝড়' অব্যাহত। দেশের অন্যান্য প্রান্তের মতো কলকাতার বিভিন্ন হলেই 'পাঠান'-এর(Riddhi Sen on Pathaan) প্রতিটা শো হাউজফুল। এর মাঝেই এবার 'পাঠান' বয়কটকারীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলেন টলিউডের তরুণ তুর্কী ঋদ্ধি সেন(Riddhi Sen's FB Post)। শনিবার ফেসবুক পোস্টে ঋদ্ধি লেখেন, 'পাঠান চলচ্চিত্র হিসেবে কেমন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতে পারে। কারও জঘন্য লাগতে পারে, কারও খুব ভালো। কিন্তু পাঠান এই বয়কট মুভমেন্টের গালে একটা বড় চড়।'
এখানেই শেষ নয়, ফেসবুকে কৌশিক-পুত্র(Kaushik Sen) আরও জানান, পাঠান এও প্রমাণ করল যে, কেউ ভারতবর্ষের নাগরিকদের হুকুম দিয়ে বলে দেবে না তাঁদের কোন ছবি দেখা উচিত আর কোন ছবি বয়কট করা উচিত।
আরও পড়ুন- Hiraan Chatterjee: ছবি বিকৃত করা হয়েছে, তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দাবি বিজেপি বিধায়ক হিরণের
উল্লেখ্য, ফেসবুক লাইভে পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায়(Kaushik Ganguly on Pathaan) 'পাঠান'-এর সাফল্য কামনা করেন। কিন্তু একইসঙ্গে বাংলা ছবি নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা তুলে ধরেন এই পরিচালক। তিনি বলেন, বলিউডের বড় বড় প্রযোজকেরা সিঙ্গল স্ক্রিনগুলোকে শর্ত দেন ছবি নিলে সব শো-এ তাঁদের ছবি চালাতে হবে। কারণ তাঁর ছবি 'কাবেরী অন্তর্ধান'-এও প্রভাব পড়ছে 'পাঠান'-এর।