নতুন জুটি পেতে চলেছে টলিপাড়া। গুঞ্জন শোনা যাচ্ছে ওয়েব সিরিজে এবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং ঐশ্বর্য সেন। ইন্ডাস্ট্রির নতুন মুখ ঐশ্বর্য এর আগে ওয়েব সিরিজে কাজ করেছেন।
তবে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শন এই প্রথমবার ওয়েব সিরিজে কাজ করবেন। সিরিজটি পরিচালনা করছেন 'তানসেনের তানপুরা' খ্যাত পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে সিরিজের গল্প এক দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে। এই দুই চরিত্রে আছেন শন এবং ঐশ্বর্য। এটি মূলত থ্রিলার সিরিজ। ইতিমধ্যেই সিরিজের শুটিং শেষ হয়েছে। বেশির ভাগ শুটিং হয়েছে ভাইজ্যাগে। তবে, কিছু শুটিং কলকাতায় হবে বলে জানা গিয়েছে।