১৩ মে মুক্তি পেয়েছে অনীক দত্তের বহু প্রতীক্ষিত ছবি 'অপরাজিত' (Aparajita) । কিন্তু, সিনেমা মুক্তির আগে থেকেই 'অপরাজিত' নিয়ে একটার পর একটা বিতর্ক তৈরি হয়েছে । এখন, নতুন বিতর্ক নন্দনে 'অপরাজিত'-র স্ক্রিনিং না হওয়া । এই নিয়ে সরব হয়েছেন টলিউডের (Tollywood) একাংশ । কোথাও যেন রাজনীতির রং লাগানোর চেষ্টা চলছে । কিন্তু, এসব তর্ক-বিতর্কের মধ্যে যেতে চাইছেন না টলিউডের আরেক অভিনেতা তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) । বরং, তিনি প্রত্যেককে সিনেমাটি দেখার পরামর্শ দিয়েছেন । ভাল সিনেমার পাশে থাকার অনুরোধ জানিয়েছেন ।
শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করেছেন তথাগত (Tathagata Mukherjee's Opinion on Aparajita) । সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, বেশি সিনেমা হল, কম সিনেমা হলের সমীকরণ নিয়ে না ভেবে, প্রত্যেকের সিনেমাটা দেখা ফেলা উচিৎ । যে হলগুলিতে সিনেমা চলছে, সেগুলি কানায় কানায় ভরে উঠলে সব আক্ষেপ ধুয়ে মুছে যাবে । তাঁর পরামর্শ, "বাংলা সিনেমার পাশে না দাঁড়িয়ে ভাল সিনেমার পাশে দাঁড়ান । দেখুন, কথা বলুন, ভাল লাগলে বুক বজিয়ে দশটা লোককে যেতে বলুন, খারাপ লাগলেও সোচ্চারে বলুন, অনীকদা আপনাকে ব্লক করবেন না । সৎ চেষ্টাকে সমর্থন করুন, তাহলে “অপরাজিত” নামের একটা অর্থ তৈরি হয়, আরও অনেক পরিচালকের অনেকগুলো সৎ অপরাজিতের নির্মাণ হয় ।"
পরিচালক অনীক দত্তের পাশে দাঁড়িয়েছেন তথাগত । তথাগত জানিয়েছেন, তিনি এখনও সিনেমাটা দেখেননি ঠিকই, কিন্তু তাঁর বিশ্বাস সত্যজিৎ রায়কে অনীক দত্তের ভালবাসা খাঁটি । এতে কোনও 'ভড়ংবাজি' নেই । তথাগত-র মতে, এই সিনেমার মধ্যে পরিচালকের সততা অবশ্যই প্রত্যেককে ছোঁবে । তাঁর কথায়, "অনীকদাকে কাজের ও ব্যক্তিগত সূত্রে চেনা পরিচয়ের সুবাদে জানি ওনার একটা ব্যক্তিগত সত্যজিৎময় জগতের কথা,যে জগতের দরজা খুলেই এই সিনেমার নির্মাণ, এ আমার বিশ্বাস । তাই অপরাজিত না দেখেও বলতে পারি এ সিনেমাতে এক ধরনের বিশ্বাস থাকবে যা অনীকদার ব্যক্তিগত কিন্তু তার সততা আপনাকে নিশ্চয়ই ছোঁবে ।"
উল্লেখ্য, নন্দনে জায়গা পায়নি অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ছবি 'অপরাজিত' (Aparajita) । এরই বিরুদ্ধে সরব হয় টলিউডের (Tollywood) একাংশ । পরিচালককেই সমর্থন করেন শ্রীলেখা, জয়জিৎ, ইন্দ্রাশিসরা । সেইসঙ্গে, তাঁদের নিশানায় ছিলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayooni Ghosh) । তাঁরা প্রশ্ন তুললেন, এবার পরিচালক অনীক দত্তের পাশে থাকবেন তো সায়নী ?
সায়নীর(Saayoni Ghosh) স্পষ্ট জবাব, "ছবিটা অনীক দত্তের ছবি হিসেবে নয়, সত্যজিৎ রায়ের(Satyajit Ray) ছবি হিসেবে দেখছি । সেই পরিচালক, যিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে নিয়ে গিয়েছিলেন। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে ছবিটি বানানো। সেই ছবি নন্দনে(Nandan) জায়গা পেল না। এটা আমায় সবচেয়ে বেশি আঘাত দিচ্ছে। আমি এবারেও অনীকদার পাশেই।"