বাকি দু বারের মতো এবার জীবন-যুদ্ধে জয়ী হয়ে ফিরবেন ঐন্দ্রিলা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী। ভর্তি হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। তবুও তাঁর ফিরে আসার লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ ঐন্দ্রিলার নিজের শহর বহরমপুর। বাবা উত্তম শর্মা চিকিৎসক। মা শিখা শর্মা নার্সিং হস্টেলের ইনচার্জ। বারবার মেয়ের অসুস্থ হওয়ার খবরে বিধ্বস্ত মা। শিখা জানিয়েছেন, এখনও সঙ্কটজনক ঐন্দ্রিলা। রয়েছেন কোমাতেই। মেয়ের এই অবস্থায় কোনও কথা বলেননি বাবা।
মঙ্গলবার রাত থেকেই বাড়িতে ঝড় বইছে। তবুও ঐন্দ্রিলার জয়ী হওয়ার ব্য়াপারে এখনও একশো শতাংশ নিশ্চিত পরিবার থেকে পড়শি। গভীর রাতে পাওয়া খবরে জানা গিয়েছে, এখনও সঙ্কটজনক অভিনেত্রীর শারীরিক অবস্থা। হাসাপাতাল সূত্রে খবর, এখনও রক্ত জমাট অবস্থায় রয়েছে। এরমধ্যেই ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন পরিচালক অনীক দত্ত এবং অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নিজের পোস্টে অনীক লিখেছেন, ঐন্দ্রিলার সঙ্গে তাঁর পরিচয় নেই। কিন্তু খবরটা পাওয়ার পর থেকে তাঁর মন বিষণ্ণতায় ভরে গিয়েছে। তাই মনে হচ্ছে, অজ্ঞাত, অজানা হলেও ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতে। প্রায় একই সুর সুদীপ্তার পোস্টে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁদের কোনও দিন আলাপ হয়নি। তবুও মনে হয় মেয়েটিকে তিনি ভালবাসেন। খুব সুস্থ হয়ে উঠুক ঐন্দ্রিলা। তিনি জানেন মেডিক্যাল সায়েন্স কাজ করে। কিন্তু জানেন না, প্রার্থনায় কাজ হয় কীনা। কিন্তু এই সময় মনে হচ্ছে দুটোই জরুরি।
ভগবান তাঁকে জীবণশক্তিতে ভরিয়ে দিয়েছেন। বহরমপুরে ঐন্দ্রিলার অসুস্থ হওয়ার খবর আসার পর এমনটাই দাবি পড়শিদের। তাঁদের বিশ্বাস, এবারও জয়ী হয়ে ঐন্দ্রিলা হাসপাতাল ছাড়বেন। মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। একাদশ শ্রেণিতে ওঠার পরেই ধরা পড়েছিল ক্যানসার। দেড় বছরে সেই রোগকে জয় করেছিলেন। ইঞ্জিনিয়ারিং ছেড়ে এসেছিলেন অভিনয় জগতে। জনপ্রিয় হয়েছিল তাঁর সিরিয়াল 'জিয়নকাঠি'। তারপর দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত। কর্কটকে জয় করে ফের ফিরেছিলেন অভিনয় জগতে।