একটানা সিনেমা, সিরিজের কাজে তুমুল ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার। তবে, চিনি-২-এর শুটিং শেষ করে একটু সময় পেতেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেন অভিনেত্রী। উদ্দেশ্য পাহাড়। আর তার প্রমাণ মিলেছে নায়িকার ইন্সটাগ্রামে।
ছুটি মিলতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মধুমিতা। মঙ্গলবার সকাল সকাল মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মধুমিতা। যা দেখেই বোঝা যাচ্ছে দু'জনেই বিমানে বসে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'পাহাড় ডাকছে'। ফলে বোঝাই যাচ্ছে, আপাতত কটা দিন পাহাড়ের কোলে ছুটি কাটাবেন মা-মেয়ে।
আরও পড়ুন - শীঘ্রই কলকাতায় মুক্তি পাচ্ছে আফরান নিশোর 'সুড়ঙ্গ' ! 'হাওয়া'-র সাফল্যেই সিদ্ধান্ত ?