শুটিং থেকে ফেরার পথে বিপত্তি । রাস্তার মাঝেই নাজেহাল অবস্থা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর । বাড়ি ফেরার পথে গাড়িতে ওঠার সময় রীতিমতো নাকানি-চোবানি খেতে হল টলি কুইনকে । শুধু তাই নয়, কয়েকজনের সাহায্যে বেশ কসরত করেই, যাকে বলে 'সাত সমুদ্র তেরো নদী পার' করে গাড়িতে উঠতে হল ঋতুকে । কিন্তু ব্যাপারখানা কী ?
মঙ্গলবার ঋতুপর্ণা একটি ভিডিও শেয়ার করেছেন । যেখানে দেখা গেল এক হাঁটু নোংরা জলে দাঁড়িয়ে ঋতু । বিশাল জল ঠেলে গাড়ির কাছে পৌঁছনোর চেষ্টা করছেন । আসলে, তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা । এদিকে, কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে ভেসেছে শহর । কোথাও পায়ের পাতা ডোবানো জল তো কোথাও আবার হাঁটু পর্যন্ত জল জমে । সেরকমই জলমগ্ন একটি রাস্তায় দেখা গিয়েছে ঋতুপর্ণাকেও ।
জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে ফেরার পর সোমবার সারাদিন শুটিং ছিল অভিনেত্রীর । রাতে প্যাকআপ হয় । স্টুডিও থেকে বেরিয়ে অভিনেত্রী দেখেন চারিদিকে জল । গাড়ি পর্যন্ত পৌঁছতে গেলে নোংরা জলই ঠেলে এগোতে হবে । তাই, ঋতুপর্ণাও নেমে পড়লেন বৃষ্টির জমা জলে । অনেকেই এভাবে তাঁদের প্রিয় নায়িকাকে দেখে চিন্তায় পড়ে গিয়েছেন । কিন্তু, ব্যাপারটা কিন্তু বেশ ভালই উপভোগ করেছেন ঋতুপর্ণা । তাই তো তাঁর ভিডিও-র আবহে বাজছে 'বর্ষো রে মেঘা'। মরসুমের প্রথম বৃষ্টি আর পাঁচজনের মতো তিনিও উপভোদ করেছেন বলা চলে ।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশন হাউসের ‘দাবাড়ু’ সিনেমায় দেখা যাবে ঋতুপর্ণাকে। বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে ছবি ।