কলকাতার উপরে আরজি করের ঘটনা। তার জেরে একমাসের বেশি সময় ধরে চলছে নানা প্রতিবাদ। তার মধ্যেই ফুঁড়ে সামনে এসেছে টলিউডে যৌন হেনস্থার অভিযোগ। এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এখন কাঠগড়ায় পরিচালক অরিন্দম শীল। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে থানাতেও। এই অবস্থায় সিনেমা মহলে যৌন হেনস্থা রুখতে সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি তাঁর সঙ্গে কথা বলে হেমা কমিটির আদলে এই রাজ্যেও একটি কমিটি তৈরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারি এই আশ্বাসকে এবার স্বাগত জানালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনি জানিয়েছেন, শুরু থেকে নারী নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের পক্ষপাতী তিনি। তাই তিনি মনে করেন, নিজেদের ঢাক না পিটিয়ে উচিত এই উদ্যোগকে ইতিবাচক রূপ দেওয়ার। যা আরও কিছু সংখ্যক মানুষকে হয়তো অনুপ্রাণিত করতে পারে।
পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা টেক্কা। শুক্রবার যার প্রথম ঝলক সামনে এসেছে। এই ছবিতে সুপার কপের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। নায়িক হওয়ার পাশাপাশি তিনি দেবের সহ-প্রযোজকও। আর তাই তাঁদের প্রযোজনা সংস্থা নারী নিরাপত্তায় বদ্ধ পরিকর বলেই জানিয়েছেন অভিনেত্রী। এই ব্যাপারে তিনি তুলে ধরেছেন বাঘা যতীন ছবির সময়ে অডিশন নেওয়ার এক কাহিনিকে। রুক্মিণী জানিয়েছেন, ওই সময় অনেক মহিলার অডিশন নেওয়া হয়েছিল। যেখানে পরিস্কার নির্দেশ ছিল কাজের বাইরে কোনও মহিলার সঙ্গে যোগাযোগ রাখা চলবে না। নিয়ম ভাঙলে কড়া শাস্তি হবে। এখনও সেই ধারাই চলছে বলে দাবি রুক্মিণীর।
আরজি করের ঘটনার মধ্যেই পুজো আসছে। উৎসবে ফিরতে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুরোধ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। শুক্রবার টেক্কার টিজার রিলিজের পর এই ছবি অভিনেতা সাংসদ দেব জানিয়েছিলেন, পুজো বাংলার নিজস্ব। যেখানে জড়িয়ে রয়েছে অর্থনীতি। তাই তিনি কোনও ভাবে এই উৎসবের থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না।
খানিকটা ভিন্ন সুর দেবের বান্ধবী রুক্মিণীর গলায়। তিনি মনে করেন, উৎসবে মানুষ ফিরবেন কীনা, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই সময়ে যে মানুষগুলি রুজির টানে রাস্তায় নামেন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান অভিনেত্রী। আরজি করের ঘটনাকে মনে রেখেই রুক্মিণী জানালেন, ভাল-খারাপের মিশেলেই সমাজ। কিন্তু কোনও একটি খারাপ ঘটনাকে ভাল করতে গিয়ে আরও একাধিক খারাপ পদক্ষেপের বিরোধী তিনি।
উৎসবের মধ্যেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি টেক্কা। ছবি প্রচারে এখন ব্যস্ত রুক্মিণী মৈত্র। তাঁর মতে, কে কোনও বিষয়কে সমর্থন করবেন, না কি তার বিরোধিতা করবেন, সেটা ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। কেউ চাইলে উৎসবে অংশ না নিতেই পারেন। সেটা তাঁর সিদ্ধান্ত। তার জন্য কেউ তাঁকে অসম্মান করবে না।