ঠিক যেন সত্যজিতের চারুলতা। সামনে এল নতুন সত্যবতীর প্রথম লুক। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সম্প্রতি রীতিমতো চর্চায় দেবের ব্যোমকেশ। কেমন দেখাবে দেবকে, সেই ছবি আগেই সামনে এসেছিল। জল্পনা চলছি সত্যবতীকে নিয়ে। শুক্রবার তা সামনে এল। পিরিয়ড ছবির সঙ্গে মিল রেখেই সাদাকালোতে তোলা ছবি। সত্যজিতের চারুলতার মতোই হাতে দূরবীন। নিজের টুইটারে রুক্মিণী লিখছেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।
দেবের দুর্গ রহস্যের পরিচালনায় বিরসা দাসগুপ্ত। একই গল্প নিয়ে একই সময়ে টলিপাড়ায় ছবি করছেন সৃজিত মুখোপাধ্যায়, তাতে ব্যোমকেশ-সত্যবতীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য-সোহিনী সরকারকে। দুই পরিচালকই প্রায় একই সময়ে আলাদা আলাদা লোকেশনে শুটিংও করছেন।