হ্যাকারদের কবলে অভিনেত্রী রুক্মিনী মৈত্রের প্রোফাইল। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, তাঁর ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। প্রোফাইল থেকে একাধিক মেসেজও যাচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া টিম পুরো বিষয়টি দেখছেন বলে লেখেন অভিনেত্রী।
অভিনেত্রী রুক্মিনী মৈত্রর ফেসবুকে ১.৩ মিলিয়ন ফলোয়ার আছে। এর আগেও তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছিল। অভিনেত্রী রুক্মিনী জানিয়েছেন, "সবাইকে জানাচ্ছি, যে আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। সেই প্রোফাইল থেকে একাধিক মেসেজও যাচ্ছে। ওই মেসেজের কোনও উত্তর দেবেন না। সকাল থেকেই আমাকে অনেকে বিষয়টি জানিয়েছেন।"
সম্প্রতি জিতের সঙ্গে ছবি রিলিজ হচ্ছে জিৎ ও রক্মিনীর। চলতি বছর ১৫ মে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল বুমেরাং । তবে, ভোটের জন্য় তা পিছিয়ে ৭ জুন করা হয়েছে ।জিৎ, রুক্মিণী ছাড়াও সিনেমায় অভিনয় করতে দেখা যাবে দেবচন্দ্রিমা ও সত্যম রায়চৌধুরীকে ।