দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে অভিনেত্রী সন্দীপ্তা সেনের। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। আর তা দেখে মনখারাপ অভিনেত্রীর। শেষ মুহূর্তে এসে তাঁর পরিকল্পনা কি পাল্টে যাবে বৃষ্টির জন্য!
ঠিক ছিল, ওপেন স্পেসে বিয়ের অনুষ্ঠান সারবেন। সকালে গায়ে হলুদের অনুষ্ঠানও হওয়ার কথা খোলা আকাশেই। এদিকে বৃষ্টি থামার কোনও নামগন্ধ নেই। তাই চার দেওয়ালের মধ্যেই গায়েহলুদ সারতে হতে পারে অভিনেত্রীকে। সন্ধ্যে সাড়ে ৬টা থেকে বিয়ে শুরু হওয়ার কথা। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক ও তাঁর টিম এই বিয়ে দেবেন। দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন একটি সুন্দর বাগানে বিয়ের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে। সন্ধ্যায় বৃষ্টি হলে সবই ভিতরে ব্যবস্থা করতে হবে। তাই বেশ মনখারাপ সন্দীপ্তার।