ময়দানে ঘোড় সওয়ার দেবী চৌধুরানী। ভাবছেন সকালের কলকাতায় কী করে ফিলেন এলেন বঙ্কিমের এই চরিত্র ? কল্পনায় নয়, বাস্তবেই ঘটেছে এই ঘটনা। ঠিক ৪৯ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন দেবী চৌধুরানী। তার জন্য এবার প্রস্তুতি শুরু করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে ময়দানের এই ছবি পাওয়া গিয়েছে। শ্রাবন্তী নিজেও জানিয়েছেন, ঘোড়ার পিঠে প্রথম দিন তিনিও ভীষণ নার্ভাস ছিলেন। কিন্তু ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারণ, ঘোড়ার সঙ্গে এখন তাঁর বন্ধুত্ব হয়ে গিয়েছে।
আরও পড়ুন : পুজোর পরই দেবী চৌধুরাণী-র শুটিং ? দিনক্ষণ জানিয়ে দিলেন পরিচালক
১৯৭৪ সালে বড় পর্দায় প্রথমবার মুক্তি পেয়েছিল দীনেন গুপ্ত পরিচালিত দেবী চৌধুরানী। মুখ্য ভূমিকায় ছিল সুচিত্রা সেন। ৪৯ বছর পর সেই ভূমিকায় এবার শ্রাবন্তী। অভিনেত্রী জানিয়েছেন, ঐতিহাসিক চরিত্রে হোমওয়ার্কের উপরে জোর দিয়েছেন তিনি। ঝড়িয়ে ফেলেছেন ওজন। মেন্টর ভবানী পাঠকের ভূমিকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক শুভ্রজিৎ মিত্র।