টলিউড অভিনেত্রীরা কী ভাবে ত্বকের যত্ন নেন? এই প্রশ্ন সকলের মনেই কম বেশি উঁকি মারে। অনেকে আবার পছন্দের অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি সেই প্রশ্ন করেও ফেলেন।
তেমনই অভিনেত্রী সৃজলা গুহকেও (Srijla Guha) অনেকে জিজ্ঞেস করেছিলেন ত্বকের ন্যূনতম যত্ন নিতে কী করেন তিনি? পুজোর আগে অনুরাগীদের সেই প্রশ্নেরই উত্তর দিলেন সৃজলা। ইনস্টা রিলে জানালেন কীভাবে ত্বকের যত্ন নেন তিনি।
সৃজলার টিপস অনুযায়ী, বাইরে থেকে ফিরেই প্রথমে নিজের মেকআপ তুলে ফেলতে হবে। সামান্য মেকআপ এমনকি মাসকারাও ভাল করে তুলে মুখ ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন - পুজোয় বুঝি শুধু মেয়েরাই সাজবে? আজ রইল ছেলেদের ৪দিনের সাজুগুজুর টিপস
নিয়মিত সানস্ক্রিন এবং মশ্চারাইজার মাখতে হবে। এই দুটোই ত্বকের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর খেতে হবে প্রচুর পরিমাণে জল। শরীর ভেতর থেকে হাইড্রেটেড থাকলে তবেই জেল্লা আসবে ত্বকে। শুধু জল নয়, ত্বক ভাল রাখতে খেতে হবে পুষ্টিকর খাবারও।