দীপাবলি উপলক্ষে জি বাংলা সিনেমার নয়া আয়োজন। গায়িকা অদিতি মুন্সির সঞ্চালনায় কালীপুজোর বিশেষ পর্ব ‘সকালের সুরে’, অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১১ থেকে ১৬ নভেম্বর। এই অনুষ্ঠান ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। গ্রাম বাংলার নানা কথা, লোককথা, পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়। এবার অদিতির কাছে শোনা যাবে কালী কথা।
Kali Puja 2023: বিগবসে অভিষেক কুমারের জয় হোক , বিশেষ পুজোর আয়োজন রূপান্তরকামীদের
কালী পুজোর ইতিহাস , শাস্ত্র মতে, তান্ত্রিক মতে পুজোর নানা রীতি নীতির গল্প শোনাবেন গায়িকা। কেন এত পীঠ, ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা প্রাচীন মন্দিরের ইতিহাস সবই জানা যাবে।