সাত পাকে বাঁধা পড়লেন টেলিপাড়ার অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। রাতেই নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এবার তাঁদের মালাবদলের ছবিও দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় হাওড়ার এক ব্যাঙ্ককোয়েটে তাঁদের বিয়ের আসর বসেছিল। বিয়েতে দেখা যায় টেলিপাড়ার একাধিক পরিচিত মুখকে।
এদিকে বিয়ের সাজে আদৃত রায়ের পোশাকে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। তসরের পাঞ্জাবীতে বর বেশে দেখা গেল 'উচ্ছেবাবু'কে। বিয়েতে লাল বেনারসিতে সেজেছেন কৌশাম্বি। গা ভরা সোনার গয়না, মাথায় লাল ওড়না, নাকে নথ। বৃহস্পতিবার সকাল থেকে যুগলের গায়েহলুদ, বিদ্ধি-সহ একাধিক রীতিনীতির ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। রাতে এই জুটির বিয়ের ছবি ভাইরালও হয়। শুক্রবার সকালে মালাবদলের ছবিও প্রকাশ্যে এল।
মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবু ও দিদিয়ার প্রেম অনেকদিনের। চুপিসারে তাঁরা সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন। অবশেষে বৃহস্পতিবার মিসেস রায় হলেন কৌশাম্বী। শনিবার তাঁদের গ্র্যান্ড রিসেপশন। রিসেপশনে এই জুটির কী লুক থাকবে, তার দিকেও নজর থাকবে অনুরাগীদের।