বৃষ্টিভেজা সন্ধেয় সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর। শনিবার ছিল তাঁদের গ্রান্ড রিসেপশন। কলকাতার একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয়েছিল তাঁদের রিসেপশন অনুষ্ঠানের। গোটা মিঠাই পরিবার হাজির ছিলে সেখানে। সকলের উপস্থিতিতে কেক কেটে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। কেমন সেজেছিলেন নবদম্পতি?
এদিনের অনুষ্ঠানে দু'জনের পোশাকেই ছিল রঙমিলান্তি। কৌশাম্বির পরনে ছিল আইভরি লেহেঙ্গা। সিঁদুর রাঙানো সিঁথি। কার্ল করা চুল। মাথায় গোঁজা ছিল সাদা ফুল। আদৃতও টুইনিং করেছিলেন। তাঁর পরনেও ছিল আইভরি রঙের পঞ্জাবি এবং পায়জামা। নবদম্পতির রিসেপশনের এহেন রাজকীয় লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন - রূপকথার ছ' বছর পার! আরও পরিণত রাজ-শুভশ্রী, গল্পে জুড়ছে একের পর এক সোনালি পাতা