.‘মিঠাই’ সিরিয়ালের ফ্লোরেই ‘দিদিয়া’কে মন দিয়ে ফেলেছিলেন উচ্ছেবাবু। দিন কয়েক আগেই একসঙ্গে দুজনে ছবিও পোস্ট করেছেন। তারপর থেকেই, টলিপাড়ার অন্দরে কান পাতলেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল জানুয়ারিতেই নাকি বিয়ে করছেন আদৃত, কৌশাম্বী। তবে না, চলতি মাসে তাঁদের বিয়ে নয়।
Dadagiri : ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে বাংলার জন্য কী চান সৌরভ ? মিঠিঝোরা-র নীলুর প্রশ্নে যা বললেন দাদা
তবে এমাসে না হলেও খুব শিগগিরিই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জুটিতে। ফেব্রুয়ারি বা মার্চেই চার হাত এক হতে পারে তাঁদের। যদিও অফিসিয়ালি এখনও কিছুই জানাননি আদৃত-কৌশাম্বী।