বহুদিন পর ফের পর্দায় কামব্যাক করছেন 'মিঠাই'-এর উচ্ছেবাবু । তবে, ছোট পর্দায় নয়। বড় পর্দায় দেখা যাবে আদৃতকে। মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কয়েকদিন ধরেই আড়ালে রয়েছেন অভিনেতা আদৃত রায়। টলিপাড়ায় গুঞ্জন নতুন ছবির কাজে ব্যস্ত রয়েছেন তিনি। আর সেই ছবির লুক যাতে প্রকাশ্যে না আসে সেই কারণেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন তিনি।
জানা গিয়েছে ছবির নাম 'পাগলপ্রেমী'। টলিপাড়ায় গুঞ্জন, অভিনেতার বিপরীতে রয়েছেন সম্পূর্ণ এক নতুন অভিনেত্রী। রুপোলি পর্দায় যার অভিষেক হতে চলেছে 'এসভিএফ'-এর হাত ধরে। নায়িকার নাম মুনমুন রায়।
জানা গিয়েছে, মুনমুন রায় আগে মডেল হিসাবে কাজ করেছেন বেশ কিছু দিন। বেশ কিছু সংস্থার মুখ হিসাবেও দেখা গিয়েছে তাঁকে। তবে নায়িকা হিসাবে এই প্রথম বার তাঁকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।