টলি (Tollywood) পাড়ার সেলিব্রিটিরা প্রায়ই নিজেদের ছোটবেলার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । ভাইরালও হয় । এবারও নেটমাধ্যমে সেরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি । টলি ইন্ডাস্ট্রির হার্টথ্রব বলা চলে বং ক্রাশ তাঁর ছোটবেলার মিষ্টি একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন । যেখানে দাদাইয়ের কোলে খেলা করতে দেখা গেল এক মিষ্টি খুদেকে । কিন্তু, কে এই খুদে, চেনা যাচ্ছে ?
নীলচে টি-শার্ট আর সাদা প্যান্ট পরা ছোট্ট বাচ্চাটি কিন্তু এখন টেলিভিশনের বড় অভিনেতা । কিছু সিনেমাও করেছেন । শুধু তাই নয়, নায়কের গানের গলা দুর্দান্ত , অর্থাৎ অভিনয়ের পাশাপাশি গানও যে তিনি ভাল গান, তা বলাই বাহুল্য । দীর্ঘদিন একটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি । এবার কি চেনা যাচ্ছে ? এই মিষ্টি খুদেটি আর কেউ নয়, আদৃত রায় (Adrit Roy), অর্থাৎ, মিঠাইরানির উচ্ছেবাবু ।
আরও পড়ুন, Sourav Ganguly : লর্ডসের পর আবার, একই স্টাইলে জার্সি ওড়ালেন সৌরভ, ফিরল ২১ বছর আগের স্মৃতি
আদৃত ফেসবুকে ছবিটি পোস্ট করে দাদাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । ছবিতে দেখা গেল একদৃষ্টিতে নাতির দিকে তাকিয়ে দাদাই, অথচ আদৃতের চোখ যেন অন্যদিকে । ২ অক্টোবরই ছিল আদৃতের দাদুর জন্মদিন ।