মডেলিং দিয়ে শুরু কেরিয়ার, তার পর থেকে একের পর এক নাটক। দুএকটা ওয়েব সিরিজ। তবে ছোট পরিসরেই ওপার বাংলার অভিনেতা আফরান নিশো নিজের জাত চিনিয়েছিলেন। সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে অভিনেতার প্রথম ছবি ‘সুড়ঙ্গ’, আর সেই ছবি এই মুহূর্তে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে দুই বাংলায়। আগামী ২১ জুলাই কলকাতার হলেও মুক্তি পাবে সুড়ঙ্গ। এর আগে অভিনেতার ‘পুনর্জন্ম’ নাটকটি তুমুল প্রশংসিত হয়েছে। সাফল্যের মধ্যগগনে এই মুহূর্তে ৪০ এর নিশো। জীবনকে কীভাবে দেখছেন তিনি? আনন্দবাজার অনলাইনে খোলামেলা আলোচনা করলেন অভিনেতা।
Ishita Dutta-Vatsal Sheth : পরিবারে এল ফুটফুটে রাজপুত্র, মা হলেন দৃশ্যম খ্যাত অভিনেত্রী ঈশিতা দত্ত
দর্শকদের মুখে নিশো নিশো ধ্বনি, হলে গিয়ে লুকিয়ে বসে নিজের সিনেমা দেখেছেন নিশো। যা কখনও তাঁকে নাটক দিতে পারেনি ‘সুড়ঙ্গ’ সেই অনুভূতি দিয়েছে। ‘হিরো’ নয় অভিনেতা হয়ে থাকতে চান নিশো। মডেলরা যে অভিনয় করতে পারেন না, এই মিথ ভেঙে প্যাশনকেই পেশা বানিয়েছেন নিশো। তাঁর কথায়, ‘ এখন আর হিরোকে সুন্দর হওয়ার প্রয়োজন পড়ে না। চরিত্র হয়ে ওঠাটাই গুরুত্বপূর্ণ। এর জ্বলন্ত উদাহরণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কী ভাবে এক জন হিরো থেকে তিনি অভিনেতা হয়ে উঠলেন, শেখার মতো।’