সব ঠিক থাকলে ৫ ফেব্রুয়ারী ২৫ বছরের কেক কাটতেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু ক্যানসারের বারংবার ধাক্কায় গত বছর ২০ নভেম্বর মৃত্যু হয় অভিনেত্রীর। মেয়ে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে মৃত্যুর পর ঐন্দ্রিলার প্রথম জন্মদিনে কান্নায় ভেঙে পড়লেন মা শিখা শর্মা। তিনি নিজেও অসুস্থ, ফের আক্রান্ত ক্যানসারে, কেমো চলছে, হয়েছে অস্ত্রপচারও। মেয়ের জন্মদিনে মেয়ে 'মিষ্টি'র স্মৃতিই আগলে রয়েছেন তিনি। তাঁর সম্বল বলতে এখন সব্যসাচী আর তাঁর বড় মেয়ে।
শিখা দেবী আরও জানান সব্যসাচী প্রতিবছর এই দিনে আসে। কিন্তু শনিবার রাত থেকে তারও ধুম জ্বর। প্রায় ১০৩। তাই এবছর আসতে পারবে না। এরপর কান্নায় ভেঙে পড়ে শিখা দেবীর আক্ষেপ, 'আমি তো ভগবানের কাছে সুস্থ সন্তান চেয়েছিলাম। দীর্ঘায়ু চাইনি বলে কি আমার সঙ্গে এমনটা হল? '