ঐন্দ্রিলার সুস্থতার খবর শোনার অপেক্ষায় যখন তাঁর অনুরাগীরা, ঠিকই তখনই এল আরও খারাপ খবর । ব্রেন স্ট্রোকের পর এবার হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী । হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকালে আচমকাই হার্ট অ্যাটাক হয় তাঁর । অবস্থা আশঙ্কাজনক । দেওয়া হয়েছে ‘সিপিআর’। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ।
মঙ্গবারই হাসপাতালের তরফে জানানো হয়,ঐন্দ্রিলার স্ক্যান রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়াচ্ছ । ঐন্দ্রিলার মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল,তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে । তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে । ইতিমধ্যেই আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে । এদিকে, সংক্রমণ এখনও কমেনি, তাই জ্বরও রয়েছে ঐন্দ্রিলার । ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে । এদিকে, বুধবার সকালে মিলল আরও খারাপ খবর ।
সব্যসাচী সোমবার সন্ধেয় ফেসবুকে পোস্ট করে অনুরাগীদের কাছে ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করার অনুরোধ করেছেন । লিখেছিলেন, "ঐন্দ্রিলা একটা অমানসিক লড়াই লড়ছে সব প্রতিকূলতার বিরুদ্ধে। ঐন্দ্রিলাকে সুস্থ করে তুলতে অলৌকিক কিছু ঘটার প্রার্থনা করুন ।" তারপর থেকে ঐন্দ্রিলার সুস্থতা কামনায় প্রার্থনা করে চলেছেন টলিউড তারকা থেকে সাধারণ মানুষ ।