একের পর এক দুঃসংবাদ যেন পরপর আছড়ে পড়ছে বাংলার সংস্কৃতিজগতে। শুক্রবার প্রয়াত হলেন বর্ষীয়ান বাঙালি অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় (Amarnath Mukherjee)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷ সাদা কালো বাংলা ছবির যুগে অমরনাথের অবদান ছিল অবিস্মরণীয়। 'বসন্ত বিলাপ', 'মৌচাক' এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় কয়েক দশক পরেও চোখে লেগে রয়েছে দর্শকদের। হার মানা হার’ ছবিতে সুচিত্রা সেনের দাদার চরিত্রে অভিনয় করেছিলেন অমরনাথ মুখোপাধ্যায়। মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
Ashish Vidyarthi: 'নিভৃতে যতনে' জমাট বেঁধেছে ভালবাসা, কীভাবে মন দেওয়া নেওয়া আশিস-রূপালির?
বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অমরনাথ মুখোপাধ্যায়। মুম্বইয়ে তাঁর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা৷ এছাড়াও ‘ছিন্নপত্র’, ‘স্ত্রী’,‘প্রথম প্রতিশ্রুতি’,'আলো’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘অগ্নীশ্বর’, ‘বিদ্রোহী’--র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। চিরকালই খ্যাতি,সাফল্যর আড়ালে অন্তরালে থেকে গিয়েছেন অভিনেতা৷ আড়ালেই হারিয়ে গেলেন তিনি।