টলিউডের শিল্পীদের পরিবার বাড়ছে। কিছুদিন আগে দ্বিতীয়বার মা হওয়ার বার্তা দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার দ্বিতীয়বার বাবা হওয়ার খবর দিলেন গায়ক অনীক ধর। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী দেবলীনার সঙ্গে ছবি পোস্ট করে এই সুখবর শোনালেন শিল্পী।
অনীকের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করেন অনীক ও দেবলীনা। ফুলের নকশা দেওয়া একটি পঞ্জাবি পরেন তিনি। দেবলীনা সেজে ওঠেন সোনালি জরির কাজ করা শাড়িতে। অনীক ইনস্টাগ্রামে লেখেন, "হাম দো, হামারে দো। সকলের আশীর্বাদ চাই।"
অনীকের এই পোস্টের পর অনেকেই শুভেচ্ছা জানান গায়ককে। প্রসঙ্গত ২০১৮ সালে প্রথম বাবা হয় অনীক। তাঁদের পরিবারে আসে আদ্যা।