অভিনয়, পরিচালনা, গান সবেতেই দর্শকদের মাতিয়ে রেখেছেন অনির্বাণ ভট্টাচার্য। এবার তিনি সামলাবেন মঞ্চের দায়িত্ব। বাংলার অন্যতম হিট রিয়্যালিটি শো সারেগামাপা সঞ্চালনা করবেন অনির্বাণ।
জি বাংলার উদ্যোগে একটি নতুন রিয়্যালিটি শো শুরু হচ্ছে সারেগামাপা লেজেন্ডস। এই শো-তে ভারতীয় সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানানো হবে। এই শোতে পশ্চিমবঙ্গ তো বটেই, সঙ্গে মুম্বই এবং বাংলাদেশের একাধিক শিল্পীদের গান শোনা যাবে। আর এই রিয়্যালিটি শো সঞ্চালনা করবেন অনির্বাণ।
আরও পড়ুন - আর জল্পনা নয়, এই বৈশাখেই চার হাত এক আদৃত-কৌশাম্বির
নতুন দায়িত্ব পেয়ে খুশি অনির্বাণ। তাঁর কথায়, 'গান খুব ভালবাসি, কানে সবসময় হেডফোন থাকে। এই দায়িত্ব পেয়ে আমি খুশি।' যদিও আবির চট্টোপাধ্যায়ের বদলে অনির্বাণকে দেখা যাবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।