২০১৯-এ শুটিং শুরু । মাঝে করোনার কারণে থমকে গিয়েছিল কাজ । এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে ফের ময়দানে নামলেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda) । মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল 'ভয়'(Bhoy)-এর শুটিং । এই সিনেমায় জুটি হিসাবে দেখা যাবে 'বিবাহ অভিযান'-এর নায়ক-নায়িকা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও নুসরত ফারিয়াকে (Nusrat Fariah) ।
মাঝে অবশ্য গুজব রটেছিল, বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়া নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন! ডিসেম্বরে বিয়ের পর বিদেশের বাসিন্দা হবেন। আর অভিনয়ে ফিরবেন না! সেক্ষেত্রে, 'ভয়' সিনেমায় তাঁকে আর দেখা যাবে কি না, সেই বিষয়ে প্রশ্ন উঠছিল । তবে, সূত্রের খবর এদিন, বারুইপুরের শাসন রেল স্টেশনের কাছে কেষ্ট মণ্ডলের বিখ্যাত বাড়িতেই নায়ক-নায়িকা শুটিং শুরু করে দিয়েছেন । রাজার পরিচালনায় অঙ্কুশ-নুসরত ছাড়াও অভিনয় করছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিংহ, অসীম রায়চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত।
আরও পড়ুন, Projapoti Shooting : দেব অভিনীত 'প্রজাপতি'-র শুটিং শুরু, বড়দিনেই মুক্তি পেতে পারে সিনেমা
ছবির গল্প কেমন ? অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। বাবা নেই । মা ক্যান্সারে আক্রান্ত। তাঁর ছোট বোন অটিস্টিক। বোন যে স্কুলে পড়ে, সেই স্কুলের শিক্ষিকা নুসরত। এদিকে, মা-বোনকে নিয়ে যখন অঙ্কুশ বিপর্যস্ত, তখনই তাঁদের সম্পত্তি আত্মসাৎ করতে আসে চিকিৎসক কাকা । তারপরে কোন দিকে মোড় নেয় গল্প ? কোন ভয়ে ভীত নায়ক ? প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের ।
অঙ্কুশ-নুসরতের জুটিকে আগে দেখা গিয়েছে বিরসা দাসগুপ্তর বিবাহ অভিযান সিনেমায় । সিনেমায় অঙ্কুশ-নুসরতের জুটিকে বেশ পছন্দ করেছিলেন দর্শকরা । তাই,'ভয়'-এর জন্য এই জুটিকেই বেছে নিয়েছেন পরিচালক ।