পরপর চারটে ছবি আর একটা ওয়েব সিরিজের শুটিং করে হাঁফিয়ে উঠেছেন অংকুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila) । ১০০ দিনের টানা শিডিউল শেষ । তাই এবার দুজনেরই মন চাইছে ছুটি । যেমন ভাবা তেমনই কাজ । ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন দু'জনে । সোশ্যাল মিডিয়ায়, একসঙ্গে ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন তাঁরা ।
দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এই জুটি । বিদেশে একের পর এক ছবির শুটিং সারছিলেন তাঁরা । সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন । শুটিং আপাতত শেষ । কিছুদিন আগেই তাঁরা শহরে ফিরেছেন । এখন আপাতত ছুটির মুডে অংকুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila leave for vaccation) । তাঁদের শেয়ার করে নেওয়া ছবিতে চোখে মুখে দেখা গেল খুশির ঝলক । অংকুশ ক্যাপশনে লিখেছেন, পর পর ৪টে ছবি আর একটা ওয়েব সিরিজের শুটিংয়ের পরে, ১০০ দিনের টানা শিডিউল শেষে এবার ছুটির সময়। খুবই জরুরি।'
অংকুশ এবং ঐন্দ্রিলাকে খুব শীঘ্রই একসঙ্গে দেখা যাবে 'লভ ম্যারেজ' ছবিতে । এছাড়া,শোনা যাচ্ছে, আরও দু-একটি ছবিতে জুটিতে করবেন তাঁরা । কয়েকদিন আগেই বিদেশ থেকে ফিরে অংকুশ জানিয়েছিলেন, খুব শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছেন তিনি । আপাতত, এই জুটিকে অনস্ক্রিনে দেখার জন্য অপেক্ষায় তাঁদের অনুরাগীরা ।